সৈয়দপুরে ভিসা প্রতারণার অভিযোগে এক প্রতারক গ্রেফতার
নীলফামারীর সৈয়দপুরে অনলাইনে ভিসা প্রতারণার অভিযোগে মো. হাবিব (২২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুরিশ। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ কাজীপাড়া থেকে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।মঙ্গলবার সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকার আব্দুস্ সাত্তারের ছেলে হাবিব। সে দীর্ঘদিন যাবৎ প্রবাসী বাংলাদেশীদের কানাডা এবং অস্ট্রেলিয়ান ভিসা প্রদানের নামে প্রতারণা করে আসছিল। তার প্রতারণার ফাঁদে পড়ে টাকা-পয়সা দিয়ে সর্বশান্ত হয়েছে অনেকেই। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সোমবার দিবাগত রাতে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্তের নির্দেশে তাকে আটকের জন্য এক অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ বাজার সংলগ্ন কাজীপাড়া থেকে প্রতারক হাবিবকে আটক করা হয়। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব চন্দ্র সরকার বাদী হয়ে ওই মামলাটি করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত, ওসি) এস এম রাসেল পারভেজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হাবিব প্রতারনার সঙ্গে নিজে এবং আরো কয়েকজন জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: