নন্দীগ্রামে জনপ্রতিনিধিদের সাথে চেয়ারম্যান প্রার্থী রানার মতবিনিময়
আসন্ন উপজেলা নির্বাচন উপলে নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা স্থানীয় মেয়র, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বারদের সঙ্গে মত বিনিময় করেছেন।
মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম রানা'র চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র আনিছুর রহমানের সঞ্চলানয় বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য মুকুল মিঞা, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আখতার বানু, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, মোরশেদুল বারী, আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, কাউন্সিলর আবু সাঈদ মিলন, ইউপি সদস্য কামরুজ্জামান, বাবু, আলামিন, শাহী সুলতানা জেমি প্রমুখ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি