সৈয়দপুরে এভারকেয়ার হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে জরিমানা
নীলফামারীর সৈয়দপুরে একটি অনুমোদনহীন হস্পিটাল ও এন্ড ডায়াগনষ্টিক সেন্টার মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার শহরের বঙ্গবন্ধু সড়কে বাস টার্মিনাল এলাকায় অবস্থিত এভারকেয়ার হসপিটাল ও এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ওই জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে অবৈধ প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে। সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানা যায়, শহরের উল্লিখিত এলাকায় এভারকেয়ার হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারটি কোন সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল।
বুধবার দুপুরে সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ওই হসপিটাল ও ডায়াগনষ্টিক সেন্টারটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির মালিক এটি পরিচালনায় বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। এ অবস্থায় অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি পরিচালনা দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৫২ ধারায় এভার কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের মালিক মো. বদরুদ্দোজা রুহুলের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে হসপিটাল ও ডায়াগনষ্টিক সেন্টারটি সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. চন্দন রায়, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন সরকার, থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোকছেদুল হকসহ পুলিশ সদস্যরা সহযোগিতা দেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: