প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৩২

বগুড়ায় কুইন বিউটি পার্লার উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় কুইন বিউটি পার্লার উদ্বোধন

সম্পন্ন নতুনত্ব নিয়ে বগুড়ায় কুইন বিউটি পার্লার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের গোহাইল সড়ক কইগাড়ী পশ্চিমপাড়ায় পার্লারের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা। 

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, কুইন বিউটি পার্লারের স্বত্বাধিকারী ও জেলা কৃষক লীগের সদস্য কুইন তালুকদার সহ প্রমুখ। 

পার্লারের স্বত্বাধিকারী কুইন তালুকদার জানান, আধুনিকতার ছোয়া দিতে আমাদের এই প্রতিষ্ঠানের সূচনা। আমরা অভিজ্ঞ কারিগর ও বিদেশি ভালো মানের পণ্যের মাধ্যমে সেবাগ্রহিতাদের সুবিধা নিশ্চিত করবো। নারী সাজের নতুন কিছু উপহার দিতেই আমাদের এ অগ্রযাত্রা।
তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠান শুধু মহিলাদের জন্য প্রজেয্য। এখানে মেয়ের বিয়ের পূনাঙ্গ সাজ, ব্রাইডল, স্পা, চুল কাটা, মেহেদি পড়ানো, ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর পার্টি সাজ অভিজ্ঞ কারিগর দিয়ে করা হয়। 

উপরে