প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:০০

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া-নওগাঁ মহাসড়কের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পবিত্র চন্দ্র মন্ডল (৫২) নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলে আগুন ধরে পুড়ে যায়। শনিবার সন্ধ্যা ৭টার দিকে আদমদীঘি উপজেলার অদুরে ইন্দইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পবিত্র চন্দ্র মন্ডল নওগাঁ জেলার বদলগাছি উপজেলার ভুবন গ্রামের নারায়ন চন্দ্রের ছেলে।  

স্থানীয়রা জানান, গতকাল শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে পবিত্র চন্দ্র মন্ডল তার ডিসকোভার মোটরসাইকেলের পিছনে ধানের চারা নিয়ে আদমদীঘি উপজেলার ভাটোহালি গ্রামে তার শালিকা তৃপ্তি রানীর বাড়িতে পৌঁছে দেয়ার জন্য আসছিলেন। তিনি সন্ধ্যা ৭টায় মহাসড়কের আদমদীঘি উপজেলার অদুরে ইন্দইল নামক স্থানে পৌঁছিলে বিপরীত মুখি একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পবিত্র চন্দ্র মন্ডল গুরুত্বর আহত হয়। এসময় মোটরসাইকেল সড়কে পড়ে গেলে তাতে আগুন লাগে। স্থানীয়রা আহত পবিত্র চন্দ্র মন্ডলকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত পবিত্র চন্দ্র মন্ডলের শালিকা তৃপ্তি রানী জানায় তার বাড়িতে ধানের চারা দেয়ার জন্য আসার কথা ছিল। পথে এ দুর্ঘটনা ঘটে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। 

উপরে