বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিভিন্ন ইভেন্টে তারা তাদের দক্ষতা প্রদর্শন করে।
প্রতিযোগিতার উদ্বোধন ও সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ভিভিয়ান রিওন মারান্ডি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ওয়াইএমসিএ'র নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "খেলাধুলা শুধুমাত্র শারীরিক বিকাশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি মানসিক বিকাশের জন্যও অপরিহার্য। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, সহযোগিতা ও স্পোর্টসম্যানশিপের মতো গুরুত্বপূর্ণ গুণাবলী অর্জন করে।"
তিনি আরও বলেন, "বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে বলে আমি আশা করি।" সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলায়ও পারদর্শী করে তুলতে হবে। এটা করা শিক্ষকদের দায়িত্ব। সমাজ থেকে মাদক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরা, উপাধ্যক্ষ কাজী নাজনীন জাহান, অর্থ সম্পাদক টোনাম সরকার, আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আইএনএম মাহবুবুল ইসলামসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি