আকবরিয়ায় কর্মরত আরাফাত ও সজিব এর সফলতার গল্প
শিক্ষাই সাফল্যের চাবিকাঠি। শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ অর্জন করে যা তাদের জীবনে সফল হতে সাহায্য করে। সকলের উচিত শিক্ষার প্রতি গুরুত্ব দেয়া এবং জীবনে সফল হওয়া।
আরাফাত ও সজিব চাকুরির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। মাধ্যমিক শিক্ষাকালে চাকুরি জুটে নেয় আকবরিয়ায়। অফিস সহায়ক হিসেবে কর্ম মিলে তাদের। কর্ম করেও থেমে থাকেনি পড়াশোনা। মাধ্যমিক শিক্ষা শেষে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে বর্তমানে অফিস সহায়ক পদ হতে পদোন্নতি পেয়ে আরাফাত এ্যাসিসটেন্ট একাউন্টস কর্মকর্তা ও সজিব এ্যাসিসটেন্ট জুনিয়র আইটি কর্মকর্তা হিসেবে কাজ করছে। কর্ম ও কর্মদক্ষতার মাধ্যমে সৃষ্টির উদ্দেশ্যকে সফল ও সার্থক বলে প্রমান করতে সক্ষম হয়েছে তারা। শুধু তাই নয় দক্ষ ও কর্মক্ষম ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছে। নিজেদেরকে দক্ষ মানবসম্পদ রূপে তৈরি করতে পারছে।
যে দুর্লভ গুণ মানুষের কণ্ঠে পরিয়েছে বিজয়ের বরণমালা। দিয়েছে বদ্ধ বিস্তৃত সাহস শুনিয়েছে অমরত্বের মন্ত্র এবং যা তার জীবন যুদ্ধে সংগ্রামের কবচ কুন্ডল তা হলো সহিষ্ণুতা। এর গুণই মানব সভ্যতাকে মহিমাময় করেছে। এ সহিষ্ণুতায় তাদের দুঃখ জয়ের অভয় মন্ত্র দিয়েছে। দিয়েছে নানা সার্থকতার সন্ধান। প্রতিকুলতাকে জয় করেছে অসীম সহনশীলতায়।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী রোকসানা আকতার রুকু বলেন, আকবরিয়া মানবিক প্রতিষ্ঠান হিসেবে দেশ ও দেশের বাইরে সুনাম কুড়িয়েছে। প্রতিষ্ঠানে নিম্নপদে চাকুরিরত শিক্ষার্থীদেরকে চাকরির পাশাপাশি পড়াশোনার সুযোগ করে দেয়া ও উচ্চ শিক্ষা শেষে পদোন্নতি দেয় এটি অবশ্যই মহৎ ও প্রশংসার দাবি রাখে।
আকবরিয়া লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলাল জানান, আকবরিয়া লিমিটেড এ চাকুরি করতে আসা শিক্ষার্থী শিক্ষার সুযোগ চাইলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতার কোনো কমতি থাকে না। পড়াশোনার খরচ যোগান দেয়া থেকে শুরু করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যা যা প্রয়োজন সব সুযোগ-সুবিধা প্রদানে বদ্ধপরিকর। শিক্ষার যথাযথ মূল্যায়ন করার জন্য পদোন্নতি দিয়ে থাকি। জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। লক্ষ্য অর্জনে লেগে থাকলে অবশ্যই সফলতা আসবে।
আকবরিয়া লিমিটেড চেয়ারম্যান হাসান আলী আলাল জানান, যেখানে কোন স্বপ্ন নেই সেখানে বৈপ্লবিক কোন চেতনাও নেই। আর যেখানে চেতনা নেই সেখানে কোন ভালো কাজও সংঘটিত হতে পারে না। তাই প্রত্যেককেরই জীবনী স্বপ্ন, আশা ও লক্ষ্য থাকা চাই। বড় হওয়ার জন্য সব মানুষেরই স্বপ্ন থাকে, থাকা দরকার। জীবনের সার্থকতা লাভ করতে হলে একটি দৃঢ়সংকল্প থাকা চাই। সবার জীবনে সোনা ফলাতে হবে এ জন্য যথা সময়ে বীজ বপন আনুসঙ্গিক পরিশ্রম ও সাধনার দরকার। তেমনি জীবনের উদ্দেশ্যকে সার্থক করে তুলতে হলে প্রয়োজন সাধনার, প্রয়োজন একনিষ্ঠ শ্রমের। জীবনের চলার পথে চাই নির্দিষ্ট এবং সুপরিকল্পিত পথরেখা। সেই পথরেখায় সফলতার দুয়ারে উপনীত করবে। ছাত্রাবস্থায় স্বপ্ন ও কল্পনা পরিণত জীবন বাস্তবে মাটিতে ফুলে ফুলে সুশোভিত হয়ে সার্থক হয়। কিন্তু স্বপ্ন কোনো স্বপ্ন হলেই কিংবা কল্পনা অবাস্তব ও উদ্ভট হলেই চলে না। পরিণত জীবনের লক্ষ্যবাহী হওয়া চাই।

প্রেস বিজ্ঞপ্তি