প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:১৪

সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক

প্রেস বিজ্ঞপ্তি
সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক

বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) প্রবীন সদস্য, দৈনিক ইত্তেফাক'র সাবেক উত্তরাঞ্চল প্রতিনিধি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি..রাজিউন)। সিরাজগঞ্জের নিজ বাসভবনে আজ রবিবার সকাল ১০টায় তিনি মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাবেক উত্তরাঞ্চল প্রতিনিধি এবং বগুড়া অফিস ইনচার্জ আমিনুল ইসলাম চৌধুরী মৃত্যুতে বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সহসভাপতি আব্দুস সালাম বাবু, এসএম কাওসার ও মাসুদুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাজেদুর রহমান সিজু, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ ঠান্ডা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক লতিফুল করিম, পাঠাগার সম্পাদক এইচ আলিম, নির্বাহী কমিটির সদস্য আরিফ রেহমান, জেএম রউফ, ফরহাদুজ্জামান শাহী, আব্দুল মোত্তালিব মানিক, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, চপল সাহা, তানসেন আলম, নাজমূল হুদা নাছিম ও আব্দুর রহিম শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 
একই সঙ্গে বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জেএম রউফ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উপরে