পশ্চিমবঙ্গে বরাবরের মতো দর্শকহৃদয় জয় করে দেশে ফিরলো বগুড়া থিয়েটার
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় নেতাজী পার্কের সুবর্ণ জয়ন্তী ও নেতাজীর ১২৮ তম জয়ন্তী আয়োজনে বগুড়া থিয়েটার ৩১ জানুয়ারি দ্বিতীয় বারের মতো আমন্ত্রিত হয়ে সেখানে অজিতেশ বন্দ্যোপাধ্যায় এর রচনা ও তৌফিক হাসান ময়নার নির্দেশনায় নানা রঙের দিন ও সৈয়দ শামসুল হকের রচনায় নূরল দীনের সারাজীবন দুটি নাটক মঞ্চায়ন করে। দুটি নাটকে অভিনয় করেছেন জাকিউল ইসলাম সবুজ, কনক কুমার পাল অলক ও রবিউল করিম হৃদয়।
উল্লেখ্য দশদিন ব্যাপী নাট্যোৎসবে বাংলাদেশের নাট্যদলের অংশগ্রহণকে উপলক্ষ করে বেলডাঙ্গার দর্শকদের মাঝে দারুণ সাড়া পরে। আয়োজক সংগঠন বেলডাঙা নেতাজী পার্ক সংস্থার প্রধান মৃণালকান্তি সাহা বগুড়া থিয়েটারের নাট্যকর্মীদের সাদরে বরণ করে নেন ও বগুড়া থিয়েটারকে সম্মাননা প্রদান করে। বগুড়া থিয়েটারের পক্ষ হতেও একইভাবে আয়োজক সংগঠনকে ক্রেস্ট, উত্তরীয় ও বগুড়ার বিখ্যাত কটকটি উপহার দেয়া হয়।। সেখানকার দর্শকবৃন্দ বগুড়া থিয়েটারের দুটি নাটকই মুগ্ধ হয়ে দেখেন এবং আগামী উৎসবেরও অংশগ্রহণ এর আমন্ত্রণ জানান।
এরপর বগুড়া থিয়েটার নদীয়া জেলার রানাঘাটে নাট্যপ্রেমী সংস্থার আয়োজনে জ্ঞান ও পুষ্পমঞ্চে নূরুল দীনের সারাজীবন নাটক ও বাংলাদেশের কবির কবিতা পরিবেশন করেন। বেলডাঙ্গার মত রানাঘাটেও দর্শকবৃন্দ বগুড়া থিয়েটারকে ভালবাসায় ভরিয়ে দেন।
সবশেষে বগুড়া থিয়েটারের নাট্যকর্মী অলক পাল কোলকাতা নন্দন চত্বরে বাচিক পরিবার এর কর্ণধার, বিশিষ্ট আবৃত্তি সংগঠক ও আবৃত্তিকার মধুসূদন মন্ডলের আমন্ত্রণে আবৃত্তি পরিবেশন করে।
সফরকারী দলপ্রধান তৌফিক হাসান ময়না জানান বগুড়া থিয়েটার এবার অষ্টমবারের মত ভারতে নাটক মঞ্চায়ন করতে গিয়েছিল। বগুড়া থিয়েটারের নাটক সেখানে দারুণ ভাবে প্রসংশিত হচ্ছে সেটা বাংলাদেশের মঞ্চ নাটিকের জন্য গৌরবের। আগামীতেও বগুড়া থিয়েটার এই অর্জন ধরে রাখার ব্যাপারে সচেষ্ট থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি