নন্দীগ্রামে মনসুর হোসেনের ২৫তম মৃত্যু বার্ষিকী পালন
বগুড়ার নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মনসুর হোসেনের ২৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার দুপুরে মনসুর হোসেন ডিগ্রী কলেজ হলরুমে কলেজের (ভারপ্রাপ্ত) অধ্য মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে ও শিক আতাহার আলী খোকনের সঞ্চালনায় এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনসুর হোসেন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি কামরুল হাসান সবুজ। এসময় আরো বক্তব্য রাখেন, উপাধ্য মো: আব্দুর রাজ্জাক, প্রভাষক মোকছেদ আলী, গভর্নিং বডির সদস্য আবু বক্কর, গোলাম মোস্তফা, জুলফিকার আলী ভুট্টো, আজিজুল হক প্রমুুখ। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি:-