আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী
নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল তিনটায় প্রতিষ্ঠানের খেলার মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৬৬, পদাতিক ডিভিশন, রংপুর এরিয়া এর জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল সাকিল আহমেদ, বিএসপি, এসপিপি, বিজিবিএম, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিবিজিএমএস, পিএসসি। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে সৈয়দপুর সেনানিবাসের ২২২,পদাতিক বিগ্রেড এর কমান্ডার ও স্টেশন কমান্ডার এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার মোহাম্মদ মাহবুবুল আলম, বিপিএমএস, পিপিএম, এএফডব্লিউসি, পিএসসি, সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল সানোয়ার উদ্দিন (অবঃ), প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্য, সৈয়দপুর সেনানিবাসে কর্মরত সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নজরুল ইসলাম, ফজলুল হক, বেগম রোকেয়া ও জসীম উদদীন নামে চারটি হাউসে শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা প্রায় আড়াই ইভেন্টে অংশ নেন। এদের মধ্যে জসীম উদ্দীন হাউস চ্যাস্পিয়ন এবং নজরুল ইসলাম হাউস রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে শিক্ষার্থীদের “যেমন খুশী তেমন সাজো”, কয়েকটি ইভেন্ট, এবং পুরুষ ও মহিলা অভিভাবকদের রশি টানাটানি ও বালিশ চালনা খেলা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই রঙিন বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে প্রধান অতিথি প্রতিষ্ঠানের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের মাচপাস্ট অনুষ্ঠিত হয়। সবশেষে বাংলাদেশের মহান ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের বিজয়, গ্রাম্য বাংলা ঐতিহ্য,কৃষ্টি কালচার ও ঋতুবৈচিত্র্য, নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের মনোমুগ্ধকর ও বর্ণাঢ্য আয়োজন এবং শিক্ষার্থী সাংস্কৃতিক পরিবেশনার ভুয়সী প্রশংসা করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানটিতে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ খোন্দকার আব্দুল আলিম, উপাধ্যক্ষ (স্কুল,বাংলা ভার্সন) রেহানা খানম ও উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. রফিকুল ইসলামসহ সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত থেকে উপভোগ করেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: