সাফল্য অর্জনে দৃঢ় প্রত্যয় থাকলে সহজেই অসম্ভবকে সম্ভব করা যায়: বগুড়া জেলা প্রশাসক
বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, সাফল্য অর্জনে দৃঢ় প্রত্যয় থাকলে সহজেই অসম্ভবকে সম্ভব করা যায়। প্রত্যেক শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি লেখাপড়ার মাধ্যমে ভালো ও সফল মানুষ হওয়ার প্রচেষ্ঠা থাকতে হবে। আজকের প্রজন্মই দেখা যাবে আগামীদিনের রাষ্ট্র পরিচালনা করবে, তাই বাস্তব সম্মত চিন্তা চেতনার মাধ্যমে সমাজ তথা দেশের জন্য কাজ করা প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকল পেশার মানুষকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
৭ ফেব্রুয়ারি বুধবার সকালে বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, বগুড়া মহোদয়ের সহধর্মিণী মিজ্ লাকী আক্তার, বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র, বগুড়ার পরিচালক মহোদয়ের সহধর্মিণী মোছাঃ জেসমিন আক্তার, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের সহধর্মিণী জাকিয়া খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ দুলাল হোসেন, শফিকা আকতার, সহকারি অধ্যাপক নাসরিন আকতার, সাইফুল আলম, আতাউর রহমান, সাইফুল ইসলাম, জিয়াউর রহমান, প্রভাষক শারমিন আক্তার, আব্দুল হান্নান, তানজানিয়া খানম, লায়লা নাজনীন, ইসমত আরা এলিন, প্রদর্শক জাহাঙ্গীর আলম, সহকারি শিক্ষক আরিফুর রহমান, বুলবুল আহমেদ, মোস্তফা কামাল, শফিউল আলম নিটু, জামিনুর রহমান, মোফাজ্জল হোসেন, নুরুল হক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত রাখেন কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান। শেষে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শফিকুল ইসলাম ও বিশ্বরূপ রায়।

ষ্টাফ রিপোর্টার