খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
নীলফামারীর সৈয়দপুরে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. এরশাদ আলী। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম এতে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান সরকার, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সুখী আক্তার,মোস্তাকিমা, শাপলা, আসাদুজ্জামান, আরিফ হোসেন প্রমুখ।
শেষে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনায় খালিশা বেলপুকুর জামে মসজিদের পেশ ইমাম মো. রুহুল আমীন এবং ধর্মীয় শিক্ষক মো. সহিদুল ইসলাম।
উল্লেখ্য, খালিশা বেলপুকুল স্কুল এন্ড কলেজ থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় মোট ১১০জন পরীক্ষার্থী অংশ নেবে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৬৯ জন এবং মানবিক বিভাগের ৪১ জন। একই দিন প্রতিষ্ঠানটির ২০২৪ সালের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: