সৈয়দপুর পৌরসভার শেরে বাংলা সড়ক পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর পৌরসভার শেরে বাংলা সড়কের তামান্না সিনেমা হল মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত পুনঃ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। সৈয়দপুরের সকল বাম সংগঠন, উপজেলা ইজিবাইক মালিক সমবায় সমিতি, সৈয়দপুর উপজেলা সিএনজি অটোরিকশা শ্রমিক লীগ,বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সৈয়দপুর উপজেলা শাখা, সৈয়দপুর স্বর্ণ শিল্প কারিগর সমিতি ও সৈয়দপুরের বিক্ষুদ্ধ এলাকাবাসীর পৃথক পৃথক ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত শহরের তামান্না সিনেমা হল মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত শেরে বাংলা সড়কের সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন স্থানে উল্লিখিত সংগঠনের ব্যানারে মানববন্ধন করা হয়। এতে অংশগ্রহনকারী বিভিন্ন সংগঠন বিপুল সংখ্যক নেতাকর্মী,সমর্থক ছাড়াও শহরের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।
সৈয়দপুর উপজেলা কমপ্লেক্সের সামনে সকল বাম সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সিপিবি উপজেলা শাখার সভাপতিা ম, আ, শামীম ওসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাবিস্কো, সিপিবি শফিউল ইসলাম রঞ্জু, আবুল ফজল টুটুল, জাসদ নেতা মো. আজিজুল হক, মমিনুল ইসলাম মোমিন, ওয়ার্কার্স পার্টির নেতা আবেদ আলী ও তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের আকাশ জনি, জাতীয় কৃষক সমিতির মজিবর রহমান, নারী নেত্রী আয়েশা সিদ্দিকী, সাংবাদিক মোতালেব হোসেন হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উত্তর জনপদের শিল্প ও বাণিজ্যিক সৈয়দপুর শহরের প্রধান একটি সড়ক হচ্ছে শেরে বাংলা সড়ক। মূলতঃ নীলফামারী থেকে সৈয়দপুর শহরে প্রবেশ করতে হয় এ সড়কটি দিয়েই। অথচ দীর্ঘদিন যাবৎ গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার ও মেরামত না করায় সকল প্রকার যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাড়ে তিন কিলোমিটার সড়কটির পুরোটাই খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রায় ঘটনা দূর্ঘটনা। বেহাল এ সড়কটি নিয়ে চলাচল করতে গিয়ে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। এ সড়কটি দিয়ে সকল ধরণের যানবাহন নিয়ে যাতায়াত করতে গিয়ে মানুষ চরম দূর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। অথচ সেদিকে বিন্দুমাত্রও ভ্রুক্ষেপ নেই পৌরসভা কর্তৃপক্ষের। পৌরবাসী বার বার দাবি তোলা সত্ত্বেও সড়কটি সংস্কারের কোন পদক্ষেপ গ্রহন করছেন নাপৌর কর্তৃপক্ষ। অথচ পৌর পরিষদ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প করে নিজেদের পকেট ভারী করছেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে পৌরসভার শেরে বাংলা সড়কের তামান্না মোড় থেকে ওয়াপড়া মোড় পর্যন্ত সড়কটি পুনঃনির্মাণের দাবি জানান। অন্যথায় আগামী কঠোর আন্দোলন কর্মসূচি গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, পৌরসভার শেরে বাংলা সড়কটি আরইউটিডিপি প্রকল্পের অন্তর্ভূক্ত করা হয়েছে ইতিমধ্যে। আশা করি খুব শিগগিরই প্রকল্পটি একনেকের সভায় অনুমোদন পাবেন। এর এটি অনুমোদন পেলেই শহরের শেরে বাংলা সড়কের পুনঃনির্মাণ কাজের দরপত্র আহবান করা হবে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: