স্থায়ী কমিটির সদস্য হলেন সিদ্দিকুল আলম
দ্বাদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।
গত বুধবার জাতীয় সংসদের চলমান অধিবেশনের চতুর্থ কর্মদিবসে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং চিফ হুইপ নূর-আ আলম চৌধুরীর প্রস্তাবে ওই কমিটি সংসদে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।
কাজী নাবিল আহমেদকে সভাপতি করে ডাক, টেলিযোগযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়।
এ কমিটির সদস্যরা হচ্ছেন, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আগমেদ পলক, বিএম কবিরুল হক, নজরুল ইসলাম বাবু, আবুল কালাম আজাদ, মাহবুব উর রহমান, আব্দুল্লাহ নাহিদ নিগার, আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক ও মো. সিদ্দিকুল আলম।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সৈয়দপুরের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কাঁচি প্রতীকে ৬৯ হাজার ৯১৪ ভোট নির্বাচিত পেয়েছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: