সৈয়দপুরে সংসদ সদস্য সিদ্দিকের ব্যক্তিগত তহবিল থেকে কম্বল বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে অসহায়,দুস্থ ও শীতার্তদের মাঝে দুই হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে। নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিকের ব্যক্তিগত তহবিল থেকে ওই কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার বিকেলে শহরের বিমানবন্দর সড়কের রেলওয়ে অফিসার্স ক্লাব চত্বরে ওই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক উপস্থিত থেকে নিজ হাতে এলাকার অসহায়,দুস্থ ও শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
এসময় ইকু গ্রুপের পরিচালক মো. ইরফান আলম ইকু,জাপা (এ) নেতা রাকিব খান, ফয়সাল দিদার দিপু, শফিউল আলম সুজন,তাজিবুল আলম মিন্টু, আবু ইফসুফ মো. আলমগীর ও মোনায়েমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওই দিন সেখানে এলাকার অসহায় ,দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে দুই হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: