সৈয়দপুরে রেলওয়ে স্টেশনে রাজস্ব আয় ১১কোটি ৪৬ লাখ টাকা
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে গেল ২০২৩ সালে টিকিট বিক্রি করে ১১ কোটি ৪৬ লাখ ৩৭ হাজার ১২০ টাকা রাজস্ব আয় হয়েছে। আর চলতি (২০২৪ সাল) বছরের জানুয়ারি মাসে এ রাজস্ব আয় দাঁড়িয়েছে ৯৩ লাখ ২১ হাজার ৯৯১ টাকা। গেল ২০২৩ সালের জানুয়ারি মাসে রাজস্ব আয় হয়েছিল ৯১ লাখ ৬৮ হাজার ৫০২ টাকা। শুধুমাত্র এক মাসে এ স্টেশনটিতে টিকিট বিক্রি থেকে রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫৩ হাজার ৪৮৯ টাকা।
রেলওয়ে স্টেশনের সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে, নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশন হয়ে মোট আটটি ট্রেন চলাচল করে। আর নীলফামারীর সৈয়দপুর হয়ে চিলাহাটি - ঢাকা, চিলাহাটি - খুলনা, চিলাহাটি - রাজশাহী রেলপথে এ সব ট্রেন চলাচল করে। এর মধ্যে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন ছয়টি, মেইল একটি এবং আন্তর্জাতিক একটি ট্রেন রয়েছে। তবে রাজধানী ঢাকা - ভারতের শিলিগুড়ির মধ্যে যাতায়াতকারী আন্তর্জাতিক মিতালী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ ও টিকিট বিক্রি সুবিধা নেই সৈয়দপুর রেলওয়ে স্টেশনে।
তাই আন্তর্জাতিক মিতালি এক্সপ্রেস ট্রেন ছাড়া অন্যান্য ট্রেনগুলো থেকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে গেল জানুযারি মাসে শুধুমাত্র ট্রেনের টিকিট বিক্রি থেকে রাজস্ব আয় হয়েছে ৯৩ লাখ ২১ হাজার ৯৯১ টাকা।
এছাড়া গত ২০২৩ সালে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করে রাজস্ব আয় হয়েছে ১১ কোটি ৪৬ লাখ ৩৭ হাজার ১২০ টাকা। মাসওয়ারি এ রাজস্ব আয়ের মধ্যে রয়েছে জানুয়ারি মাসে ৯১ লাখ ৬৮ হাজার ৫০২ টাকা, ফেব্রুয়ারি মাসে ৮৭ লাখ ১৯ হাজার ৬১৭ টাকা, মার্চ মাসে ৭৯ লাখ ৭০ হাজার ৩৩২ টাকা, এপ্রিল মাসে ৯৮ লাখ তিন হাজার টাকা, মে মাসে ৮২ লাখ এক হাজার ৯৬৪ টাকা, জুন মাসে ৯৬ লাখ ছয় হাজার ৭৫ টাকা, জুলাই মাসে এক কোটি ৩ লাখ ৪০ হাজার ৭৯৫ টাকা, আগষ্ট মাসে ৯৪ লাখ ৫৮ হাজার ৮০৫ টাকা, সেপ্টেম্বর মাসে ৯৫ লাখ ৮৪ হাজার ৫৮২ টাকা, অক্টোবর মাসে এক কোটি ১ লাখ ৯৮ হাজার ১৮৭ টাকা, নভেম্বর মাসে এক কোটি ছয় লাখ ৯৭ হাজার ৭৯৪ টাকা এবং ডিসেম্বর মাসে এক কোটি আট লাখ ৮৭ হাজার ৪৫৭ টাকা।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাষ্টার মো. ওবাইদুল ইসলাম রতন টিকিট বিক্রি থেকে উল্লিখিত পরিমাণ রাজস্ব আয়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,এ স্টেশনটিতে টিকিটের চাহিদা অনেক বেশি। কিন্তু টিকিট বরাদ্দ কম হওয়ায় আমরা যাত্রীদের চাহিদা মতো টিকিট সরবরাহ দিতে পারে না। এ স্টেশন হয়ে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রির বরাদ্দ এখানে বাড়ানো গেলে টিকিট বিক্রি থেকে রাজস্ব আয় আরো কয়েকগুন বাড়বে বলে আশাবাদী তিনি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: