তীরের নতুন সভাপতি হোসেন রহমান সা. সম্পাদক অমিত সাহা
বগুড়ায় শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে হোসেন রহমান সভাপতি এবং অমিত সাহা সাধারণ সম্পাদক এবং আশা মনি সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন। ১০ ফেব্রুয়ারী সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ২৩ সদস্যদের একটি কার্যকরি কমিটি করে আগামীং ২৪-২৫ বর্ষের জন্য অনুমোদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ মহোদয়ের পক্ষে প্রধান অতিথির পদ অলংকৃত করেন শিক্ষক পরিষদের সম্পাদক ড.গাজী মোঃ তৌহিদুর আলম চৌধুরী উপদেষ্টা মোঃ মোখলেছুর রহমান, মোঃ শাহজাহান আলী, মোঃ জিয়াউর রহমান, মোঃ মোস্তাফিজ রহমান, মোঃ হারুন ইবনে সালাম তীরের সাবেক সভাপতি মোঃ রাকিবুল হাসান, গাইবান্ধা শাখা, ও বিহার হাট আঞ্চলিক কমিটির সদস্য সহ তীর এর সাবেক এবং বর্তমান সদস্য বৃন্দ। সঞ্চালনায় ছিলেন অমিত সাহা ও আশা মনি উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো: রিফাত হাসান।
উল্লেখ্য শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’ (তীর) জীববৈচিত্র্য পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে ২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সংগঠনটি বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পদক ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ অ্যান্ড কনজারভেশন ২০২১’ এ ভূষিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি