এপেক্স ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে গ্লোবাল প্ল্যান্টেশন ডে পালিত
এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে গ্লোবাল প্ল্যান্টেশন ডে পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে আটটায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপনের মাধ্যমে ওই গ্লোবাল প্ল্যান্টেশন ডের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডেন্ট কথাসাহিত্যিক এপেক্সিয়ান আকমল সরকার রাজু উপস্থিত থেকে ওই বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় এপেক্স ক্লাব সৈয়দপুর এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সসিয়ান হাফিজুর রহমান খান, পাবলিক স্পেকিং ডিবেটিং ডিরেক্টর এপেক্সসিয়ান মিজানুর রহমান মুকুল, প্রাক্তন প্রেসিডেন্ট এপেক্সসিয়ান এ এ মাহফুজ আলী শাহ্, ফ্লোর মেম্বার এপেক্সসিয়ান এ এম এস এস মো. আরিফুর রহমান মিলন,এপেক্সসিয়ান মোছা. মাহবুবা বেগম মিলি প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্লোবাল প্লান্টেশন ডে উপলক্ষে ওই দিন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ফলদ এবং ওষুধি গাছে চারা রোপন করা হয়েছে।
এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডেন্ট এপেক্সসিয়ান আকমল সরকার রাজু জানান, গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) আটটি দেশে পাঁচ শত এপেক্স ক্লাব ওই গ্লোবাল প্ল্যান্টেশন ডে পালন করেছে। এর মধ্যে বাংলাদেশের ১৪১ টি এপেক্স ক্লাব রয়েছে।