প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:১০

পার্বতীপুরে যশাই উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায়,নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে যশাই উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায়,নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যশাইহাটের প্রানকেন্দ্রে অবস্থিত  যশাই  উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি ব্যাচের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনীর নবীন-বরণ ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১১ফেব্রুয়ারী) সকাল ১০ টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, পার্বতীপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু।  বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোশরেকুল আলম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র  স্কুলের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান মোমিনী,বিদ্যালয়ের সহকারী হেড শিক্ষিকা সেলিনা বানু,সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক মফিজ উদ্দিন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা বিদায়ী বক্তব্য, কবিতা আবৃত্তি ও বিদায়ী সঙ্গীত পরিবেশন করেন। বিদায় গ্রহণকারী শিক্ষার্থীরাও বক্তব্য দেন ও কবিতা আবৃত্তি করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপরে