নতুন ভবনে সোনালী ব্যাংক আবাদপুকুর হাট শাখার কার্যক্রমের উদ্বোধন
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
![নতুন ভবনে সোনালী ব্যাংক আবাদপুকুর হাট শাখার কার্যক্রমের উদ্বোধন](./assets/news_images/2024/02/11/301.jpg)
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর হাট শাখা সোনালী ব্যাংক পিএলসির নতুন ভবনে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে আবাদপুকুর বাজারস্থ্য মামা-ভাগ্নে কমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সোনালী ব্যাংক পিএলসি আবাদপুকুর হাট শাখা ম্যানেজার সাকিনুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি নওগাঁর প্রিন্সিপাল অফিসের এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার আহসান রেজা ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি নওগাঁর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ওলিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে সোনালী ব্যাংক পিএলসি নওগাঁ শাখার এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার (শাখা প্রধান) আজমল হোসেন, একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী,কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন,সোনালী ব্যাংক পিএলসি রাণীনগর শাখা ম্যানেজার এ.বি.এম আব্দুল হাকিম,টিটিডিসি শাখা ম্যানেজার মামুনুর রশীদ তালুকদার,ত্রিমোহনী শাখা ম্যানেজার জাহাঙ্গীর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।