সৈয়দপরে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের (বিআরডিবি) হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমক্রেসিওয়াচ বাস্তবায়িত অপরাজিতা প্রকল্পের আওতায় ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল।
বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমক্রেসি ওয়াচের প্রধান কার্যালয়ের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফিরোজ নুরুন্নবী যুগল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে সংস্থার রংপুর ক্লাস্টার অফিসের মনিটরিং এন্ড ইভ্যালুয়েমন কো-অর্ডিনেটর ফয়সাল হাবিব, এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং কো-অর্ডিনেটর আফরিন আকতার, নীলফামারী জেলা সমন্বয়কারী মুহাম্মদ নাজমুল ইসলাম, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুম রেজা, চাপড়া সরমজানী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শাহ ফকির, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন, কামারপুকুর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
মতবিনিময় সভায় ডেমক্রেসিওয়াচ’র ফিল্ড কোঅর্ডিনেটর নাদিরা আক্তার, আব্দুল মোন্নাফ, নীলফামারী ও সৈয়দপুর উপজেলার আটটি ইউনিয়ন চেয়ারম্যান,সচিব,প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদস্যরা সহ ৪৮ জন উপস্থিত ছিলেন।