শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঐতিহাসিক ৭মার্চ এবং জাতীয় স্থানীয় সরকার দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল আলম, ইন্সপেক্টর তদন্ত জিল্লুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, প্রাণী সম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আজিজুল হক পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাশেম আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, সমাজসেবাকর্মকর্তা সুলতান আহমেদ, সহকারি শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক মন্ডল, একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী, উপাধক্ষ্য রফিকুল ইসলাম, অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, মুক্তিযোদ্ধা আব্দুল বারি, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, সোহেল আক্তার মিঠু, সুমাইয়া মোস্তাকিম, রবিউল ইসলাম, সাজু মিয়া প্রমুখ।