প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:০৩

৪র্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো ও প্রকাশনার মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক
৪র্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো ও প্রকাশনার মোড়ক উন্মোচন

উৎসব লোগো ও প্রকাশনার মোড়ক উন্মোচনের মধ্যদিয়ে শুভারম্ভ হলো ৪র্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করতোয়া বিধৌত পুণ্ড্রনগরের হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত প্রাচীন জনপদের শহর বগুড়ায়  গত ৪ বছর যাবত পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি। তারই ধারাবাহিকতায় আজ উৎসব লোগো ও প্রকাশনার মোড়ক উন্মোচনের মধ্যদিয়ে শুরু হলো চতুর্থ আয়োজন । উৎসব চেয়ারম্যান এম রহমান সাগরের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসব পরিচালক সুপিন বর্মন।  তিনি জানান এইবারের উৎসবে ১৮ দেশের মোট ৪৫টি স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।  ৪টি ক্যাটাগরিতে  দেয়া হবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার।   উৎসবে জুরি হিসেবে রয়েছে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ইতালি এবং বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতারা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি সিকতা কাজল, কবি ও সংগঠক ইসলাম রফিক, নাট্যকর্মী কবীর রহমান,  উৎসব উপদেষ্টা সাদেকুর রহমান সুজন,এড. পলাশ খন্দকার,  লায়ন খায়রুল আলম লাখিন, লায়ন আতিকুর রহমান মিঠু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর। উৎসব চেয়ারম্যান এম রহমান সাগর সকলকে ধন্যবাদ ও উৎসবকে সফল করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করার আহবান জানান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অলক পাল।
জানা যায়  ৪র্থ বগুড়া  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি আগামী ১৫-১৭ ফেব্রুয়ারি ৩দিনব্যাপি জেলা শিল্পকলা একাডেমির মূল  মিলনায়তনে  অনুষ্ঠিত হবে। থাকবে তিন দিনের চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা এবং মাস্টার ক্লাস। রয়েছে পুণ্ড্রনগর সম্মাননা। বগুড়ার একমাত্র চলচ্চিত্র বিষয়ক সংগঠন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের এ আয়োজনে  ভারত, নেপাল, ইতালী, বাংলাদেশসহ মোট ৪ দেশের  ৩০জন চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী উৎসব অঙ্গনে উপস্থিত থাকবেন। ইতোমধ্যে নেপাল, ইতালী ও ভারতের সকল অতিথি ঢাকায় চলে এসেছেন বলে জানান আয়োজক কমিটি।

উপরে