প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:০৮

নন্দীগ্রামে ইউএনও’র সরকারি ফোন নম্বর কোন করে প্রতারণা

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:-
নন্দীগ্রামে ইউএনও’র সরকারি ফোন নম্বর কোন করে প্রতারণা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবিরের সরকারি মোবাইল নম্বর কোন করে টাকা দাবি করে প্রতারণার চেষ্টা করেছে একটি প্রতারক চক্র।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ০১৭৪৪-৭৩৪৬১৬উক্ত নম্বরটি কোন করা হয়েছে জানতে পেরে দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক পেজে সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছে। জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবিরের সরকারি মোবাইল নম্বর কোন করে নন্দীগ্রাম পৌর মেয়র আনিছুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের নিকট ফোন করে। এছাড়াও মায়ের দোয়া বীজ ভান্ডারের মালিক ও বিশিষ্ট চাল ব্যবসায়ী মেহেদী হাসান পুলুকে সকাল ১০ টায় ফোন করে ডিও করে চাল দিবে বলে দুই লক্ষ টাকা চাল বাবদ চায় প্রদারক চক্রটি। এব্যাপারে বিশিষ্ট বীজ ও চাল ব্যবসায়ী মেহেদী হাসান পুলু বলেন, হঠাৎ করেই মঙ্গলবার সকাল ১০টায় ইউএনও স্যারের অফিসিয়াল নাম্বার থেকে ফোন করে  আমার নিকট থেকে ডিও করে চাল দিবে বলে ২লক্ষ টাকা চায় সঙ্গে সঙ্গে বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে ইউএনও নন্দীগ্রাম এর অফিসিয়াল নম্বর কোন করে একটি প্রতারক চক্র উপজেলার মেয়র, ভাইস চেয়ারম্যান বীজ ও চাল ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন মানুষকে ফোন করে বিভিন্ন অনৈতিক প্রস্তাব করে।

বিষয়টি জানার পর, আমার নম্বর থেকে কেউ কোনো টাকা-পয়সা চাইলে না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করে ফেসবুকে সতর্কমূলক পোস্ট দিয়েছি। পাশাপাশি কারও কাছে এমন ফোন আসলে বিভ্রান্ত না হয়ে, অনুগ্রহ করে কলটি কেটে পুনরায় কল করার জন্য বলা হয়েছে। এতে সরাসরি মূল নম্বরে কল আসবে। এবিষয়ে মঙ্গলবার সকাল ১০টায় নন্দীগ্রাম থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন আজম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল নম্বর কোন করার বিষয়ে আমাকে খতিয়ে দেখার নির্দেশ প্রদান করা হয়েছে। টেকনিক্যালি বিষয়টি দ্রুত উদঘাটনের প্রক্রিয়া চলমান রয়েছে। 

 

উপরে