আদমদীঘিতে বিদেশ ফেরত যুবকের আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে মহসিন আলী শেখ (২৫) নামের এক বিদেশ ফেরত ঋণগ্রস্থ যুবক দেনার চাপে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। মৃত মহসিন আলী শেখ আদমদীঘি উপজেলা শাওইল মধ্যপাড়া গ্রামের মুকুল শেখের ছেল।
গত মঙ্গলবার দুপুরে বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হলে স্থানীয়ারা তাকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে মহসিন আলী শেখ তার সংসারে সচ্ছলতা আনার জন্য ধার দেনা করে বিদেশে যান। সেখানে ভালো কাজ না পাওয়ায় দেশের বাড়িতে ফিরে আসেন। ধার দেনার টাকা ফেরত দেওয়ার দুশ্চিন্তায় গত মঙ্গলবার (১৩ ফ্রেবুয়ারী) দুপুরে বাড়িতে বিষাক্ত ট্যাবলেট সেবন করে অসুস্থ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।