প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:৩৮

সৈয়দপুরে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত

শুক্রবার নীলফামারীর সৈয়দপুরে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে । শহরের স্টেশন সড়কের সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ওই বিতর্ক উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী ও যুক্তিবাদী মানস গঠনের লক্ষ্যে দিনব্যাপি ওই বির্তক উৎসব অনুষ্ঠিত হয়।

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান। নীলফামারী সুহৃদ সমাবেশের সভাপতি  মো. রাকিবুজ্জামান রাকিবের সভাপতিত্বে  এবং সমকাল নীলফামারী প্রতিনিধি আমিরুল হকের  সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক উৎসবে বিচারকের দায়িত্বে ছিলেন  সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি  বেগম, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও ন্যাশনাল ডিবেট ফেডারেশনের রংপুর  জোনের কো- চেয়ারম্যান  মো. শিহাবুজ্জামান এবং  সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক  রেজা মাহমুদ।

এতে সৈয়দপুর আল ফারুক একাডেমি চ্যাম্পিয়ন এবং সৈয়দপুর বিজ্ঞান কলেজ রানার্স-আপ হয়েছে। এতে  আল ফারুক একাডেমির জারিফ মুহতাদি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ।

প্রধান অতিথি অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিজ্ঞানমুখী মানবিক সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের এগিয়ে নিতে সমকালের এ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এ বিতর্ক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষাকে আরও ভালোভাবে জানতে পারবে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে সমকাল এ প্রত্যাশা করেন তিনি।  

উপরে