বিএনপি সরকার গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে দক্ষ শ্রমিককে বসিয়ে দিয়েছে: রেলপথ মন্ত্রী
![বিএনপি সরকার গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে দক্ষ শ্রমিককে বসিয়ে দিয়েছে: রেলপথ মন্ত্রী](./assets/news_images/2024/02/18/39.jpg)
রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, বিগত বিএনপি সরকারের আমলে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলওয়ের অনেক দক্ষ শ্রমিক-কর্মচারীকে চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়েছে। ফলে এখানে শ্রমিক কর্মচারীর মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে। সৈয়দপুর রেলওয়ে কারখানায় অনেক কিছু করা সম্ভব ছিল উল্লেখ করে মন্ত্রী রেলওয়ের অনেক সমস্যা রয়েছে বলে স্বীকার করেন। তিনি বলেন, একদিনে তো আর সব সমস্যা নিরসন সম্ভব নয়। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি রেলওয়ের সমস্যাগুলো যতসাধ্য সমাধানের।
তিনি গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা দেশের বৃহত্তম সৈয়দপুরে রেলওয়ে কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানায় দুই হাজার ৮৫৯ লোকবল প্রয়োজন। বর্তমানে কর্মরত রয়েছে মাত্র ৮০৭ জন। এতো কম সংখ্যক জনবল দিয়ে তো সৈয়দপুর রেলওয়ে কারখানার মতো বড় একটি কারখানা সম্পূর্ণভাবে সচল রাখা সম্ভব নয়। তিনি বলেন, কারখানার যে যন্ত্রপাতি রয়েছে, আরো কিছু আধুনিক যন্ত্রপাতি এনে দ্রুত লোকবল নিয়োগ করে এবং প্রশিক্ষণ দিয়ে রেলওয়েকে অন্ততঃ একটি উন্নতির পর্যায়ে নিয়ে যেতে চাই। সৈয়দপুর সেতু কারাখানা কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এক সময় এখানে সেতুর গার্ডার তৈরি হতো। এখন অল্প কিছু হয়,ব াকিটা আমাদের আমদানি করতে হচ্ছে শুধুমাত্র দক্ষ জনবলের অভাবে। তিনি বলেন, আমরা চাচ্ছি সবাইকে সঙ্গে নিয়ে রেলওয়েকে একটি স্বাবলম্বী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, আমাদের মানুষগুলোকে ভাল হতে হবে। মানুষ ভাল না হলে চেষ্টা করেও কিছুই করা যায় না। চুরি চামারি বন্ধ করতে হবে। চুরি সঙ্গে জড়িতদের শান্তি মুখোমুখি ও শাস্তির ব্যবস্থা করতে হবে।
রেলওয়ে অনেক জায়গায় জমি বেদখল হয়ে গেছে। এক জমি একাধিক ব্যক্তিকে লীজ দেয়া হচ্ছে। এটি বন্ধ করতে হবে। রেলওয়ের জন্য যেটুকু প্রয়োজন তা দখল মুক্ত করা হবে। আর যারা বৈধভাবে রেলওয়ের জমি নিতে চার তার ব্যবস্থাও করা হবে।
এ সময় নীলফামারী - ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক, রেলপথ মন্ত্রণালয়েরসচিব ড. হুমায়ুন কবীর, মহাপরিচালক কামরুল হাসান, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ,পুলিশ সুপার গোলাম সবুর, সৈয়দপুরে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত, পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসিম কুমার তালুকদার, প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ খুদরত- ই- খুদা, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল, সৈয়দপুর খানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রেলওয়ে শ্রমিক লীগ নেতা মো. মোখছেদুল মোমিন , সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, রেলওয়ে কারখানার কার্য-ব্যবস্থাপক (ডাব্লু এম) শেখ হাসানুজ্জামানসহ রেলওয়ে উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রেলপথ মন্ত্রী সৈয়দপুর রেলওয়ে কারখানায় এসে পৌঁছলে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. সাদেকুর রহমান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে মন্ত্রীকে সৈয়দপুর রেলওয়ে কারখানার একটি প্রতিচিত্র দিয়ে ২৯টি সপ সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়। এরপর মন্ত্রী জিল্লুল হাকিম মহান স্বাধীনতা যুদ্ধে সৈয়দপুর রেলওয়ে কারখানার শহীদদের স্মরণে কারখানার ডিএস কার্যালয়ের কাছে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ অদম্য স্বাধীনতায় পুষ্পমাল্য অর্পণ করেন। পরে মন্ত্রী প্রথমে সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ সপসহ অন্যান্য সপগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানার শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিষয়ে খোঁজখবর নেন।
শেষে মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে মন্ত্রী জিল্লুল হাকিম দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শনে উদ্দ্যেশে সড়ক পথে রওয়ানা হন।