ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টায় ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ী বাজার গ্রামের নকুল মিয়া (৪০) সে তার বাড়ী থেকে মোটর সাইকের যোগে ঘোড়াঘাট যাচ্ছিল। এমতঃ সময় বগুড়া-দিনাজপুর মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার মিশনমোড় নামক স্থানে বগুড়া থেকে মাল বোঝাই ট্রাক তাকে চাকায় পৃষ্ট করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে ঘোড়াঘাট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।