সৈয়দপুরে পাঁচশ’ শিক্ষার্থীদের মাঝে স্লিপিং কিটস্ বিতরণ
রোটারী ক্লাব সৈয়দপুর এর উদ্যোগে পাঁচ শত দরিদ্র ও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে স্লিপিং কিটস্ বিতরণ করা হয়েছে।
রোববার রোটারী ক্লাব অব ঢাকার সহযোগিতায় শহরের পৌরসভা সড়কের রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই উপকরণগুলো বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনেরসংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান বেবী। রোটারী ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডেন্ট হাজী মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সেক্রেটারি শাহ আহসান হাবিব।
এসময় অন্যান্যদের মধ্যে স্লিপিং কিটস বিতরণ কর্মসূচির গ্লোবাল টিম লিডার মিস লিন্ডা, রোটারিয়ান মি. রাওয়ালি, রোটারী ক্লাব অব ঢাকার প্রেসিডেন্ট শেখ নাহার মাহমুদ, ট্রেজারার রঞ্জন নিয়োগী, স্লিপিং কিটস বিতরণ কর্মসূচির বাংলাদেশ এর চেয়ারম্যান রোটারিয়ান নাসির উদ্দিন।
এছাড়াও রোটারী ক্লাব অব সৈয়দপুর এর চার্টার প্রেসিডেন্ট বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডা. আলহাজ্ব মো. শরীফুল আলম চৌধুরী, রোটারিয়ান দেলোয়ার হোসেন সরকার, রোটারিয়ান মমতাজ মিন্টু, রোটারিয়ান হাজী মাহবুব আলম, রোটারিয়ান মাজেদুল ইসলাম, রোটারিয়ান এমদাদুল হক, রোটারিয়ান কোহিনুর সিদ্দিকা, স্লিপিং কিটস্ বিতরণ কমিটির আহ্বায়ক রোটারিয়ান মোবাশ্বের আলম প্রিন্সসহ অন্যান্য রোটারিয়ানরা উপস্থিত ছিলেন।
ওই দিন পাঁচ শত শিক্ষার্থীদের মাঝে ৩৮ প্রকারের উপকরণ বিতরণ করা হয়।