প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ২১:৪৫

বগুড়ায় গীতিচর্চার বর্ণমালা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় গীতিচর্চার বর্ণমালা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ায় গীতিচর্চা সঙ্গীতালয়ের আয়োজনে শিশুদের নিয়ে আয়োজিত সুন্দর করে বর্ণমালা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত বর্ণমালা লেখা প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না।

গীতিচর্চা সঙ্গীতালয়ের সভাপতি বিটিভির কণ্ঠশিল্পী তাপসী দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জোটের সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য রবিউল করিম হৃদয়। গীতিচর্চা সঙ্গীতালয়ের সাধারণ সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য সাংস্কৃতিক কর্মীরা বক্তব্য রাখেন।

বর্ণমালা লেখা প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিশু অংশগ্রহণ করে। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিচার কাজ শেষ করে শিশুদের মাঝে প্রেরণামুলক পুরস্কার বিতরণ করা হয়। 

উপরে