প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:০০

আদমদীঘির সাংবাদিক মনজুরুলকে হত্যা ও লাশ গোপনের অভিযোগে মামলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
আদমদীঘির সাংবাদিক মনজুরুলকে হত্যা ও লাশ গোপনের অভিযোগে মামলা

বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক মনজুরুল ইসলাম (৫৬)কে পরিকল্পিত ভাবে হত্যা ও তার লাশ গোপনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

গত সোমবার রাতে নিহত সাংবাদিকের ভাই আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামের মোহাম্মাদ আলী মাস্টারের ছেলে মোর্শারফ হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় ৩০২/২০১/৩৪ ধারায় এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে অজ্ঞাতনামা আসামী উল্লেখ করা হয়। 

মামলা সুত্রে জানাযায়, গত ১৪ ফেব্রুয়ারী আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামের সাংবাদিক মনজুরুল ইসলাম রাত সাড়ে ৯টা পর্যন্ত তার গ্রামে টি.ইউ.স্টার ক্লাবে পিকনিকে অংশ নেন। এরপর রাত পৌনে ১০ টায় পিকনিকে খাওয়া শেষে তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে অত্র উপজেলার তালসন গ্রামের জনৈক ভানু সরকার ও দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর পালিমহেশপুর গ্রামের আতোয়ার রহমানকে নিয়ে প্রথমে আদমদীঘি বাসস্ট্যান্ডে ভানু সরকারকে নেমে দিয়ে সাথে আতোয়ার রহমানকে নিয়ে মোটরসাইকেল যোগে গোবিন্দপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে ১২ টায় তার পরিবার জানতে পারেন সাংবাদি মনজুরুল ইসলাম আদমদীঘি উপজেলার মুরইল জয় ফিরিং স্টেশনের নিকট সড়ক দুর্ঘটনায় দেহ দ্বি-খন্ডি হয়ে নিথর পড়ে রয়েছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করেন। মনজুরুল ইসলামের দ্বি-খন্ডিত লাশের পড়ে থাকার ধরন হতে বুঝা যায় তার হাতের ঘড়ি, মাথার হেলমেট, চেহারাসহ জ্যাকেট ফুলপ্যান্ট, মুখমন্ডল অবিকৃত ছিল ও ঘটনাস্থলে রক্ত স্বপ্লতা লক্ষ্যকরা যায়। লাশের পাশে কাঁচা বাঁশের লাঠি ছিল। এতে বাদি, তার পরিবার ও সহকর্মি সাংবাদিকদের ধারনা সাংবাদিক মনজুরুল ইসলামকে পূর্ব পরিকল্পিত ভাবে দুস্কৃতিকারিরা অন্যত্র খুন করে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের অদুরে জয় ফিলিং স্টেশনের নিকট ফেলে রেখে যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী মামলা দায়ের নিশ্চিত করে জানান, এ ঘটনা তদন্ত চলছে।   

উপরে