বগুড়া ওয়াইএমসিএ'র শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বগুড়া ইয়াং মেনস খ্রীষ্টিয়ান এসোসিয়েশন, বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট বুধবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করে। দিবসটি উপলক্ষে পলবেসরা অডিটোরিয়ামে বিষয়ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে প্রতিষ্ঠানের শহীদ মিনারে পৃথক পৃথকভাবে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করে। সংস্থার নির্বাহী পরিচালক ও শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ রবাট রবিন মারান্ডীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ইয়াং মেনস খ্রীষ্টিয়ান এসোসিয়েশন এর গভর্নিং বডি ও শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ্যাড. বার্নাড তমাল মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরনীয় ঘটনা। যে ঘটনাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বতস্ফূর্ত আগ্রহ ও ঐকান্তিক চেষ্টায় জাতিসংঘ কর্তৃক ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। বাঙালি জাতির জন্য এটি অন্যতম গৌরবময় অর্জন। মাতৃভাষা বাংলা এবং আমাদের সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষনে এ দিবসটি উদযাপন করা অনন্য উদ্যোগ। তিনি আরো বলেন, বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে শোক ও বেদনার। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন।
এসময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য অর্পনা প্রামানিক, মনি ভদ্র, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডী, শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ কাজী নাজনীন জাহান, উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরা, সহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিষয়ভিক্তিক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।