ঘোড়াঘাটে চালককে আটক করে ইজিবাইক ছিনতাই
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে চালককে আটক করে ইজিবাইক ছিনতাই করার খবর পাওয়া গেছে।
জানা যায়, গতকাল রাত ১০টায় ঘোড়াঘাট পৌর শ্যামপুর গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে রুহুল আমিন সে ঘোড়াঘাট হাসপাতালের সামন থেকে ২ জন যাত্রী নিয়ে ঘোড়াঘাটে যাচ্ছিল। এমতঃ সময় বগুড়া-হিলি হাকিমপুর সড়কে ঘোড়াঘাট উপজেলার হিলি মোড় নামক স্থানে ওই ২জন যাত্রী ইজিবাইকের চালক রুহুল আমিনকে আটক করে হাত, পা বেঁধে তাকে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে রুহুল আমিন ঘোড়াঘাট থানায় অভিযোগ দিয়েছে।