প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:৫৮

নন্দীগ্রামে শহীদ শামছুজ্জাহা আশরাফ জোহা’র ৩১ তম শাহাদত বার্ষিকী পালন

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ-
নন্দীগ্রামে শহীদ শামছুজ্জাহা আশরাফ জোহা’র ৩১ তম শাহাদত বার্ষিকী পালন

সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোঃ শফিউল আলম (বুলু)-এর ছোট ছেলে ও নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ’র ছোট ভাই, শহীদ শামছুজ্জাহা আশরাফ (জোহা)-এর ৩১ তম শাহাদত বার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন, পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি)  সকাল ৯ টায়, পুষ্পস্তবক অর্পণ করেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান, রেজাউল আশরাফ জিন্নাহ,তার সঙ্গে ছিলেন তার ছোট মেয়ে জানিয়াত আফরোজ আনিসা, এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: বকুল হোসেন, পৌর  আওয়ামী লীগ নেতা আয়নাল হক, আব্দুল্লাহ আল নোমান (নবীন), রুবেল আহমেদ, মাহাতাব উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান, হাফেজ মোহাম্মদ আব্দুল জলিল, এরপর শহীদ শামসুজ্জোহার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উপরে