প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:২৬

পার্বতীপুরে দিনব্যাপী রংপুর ডিভিশন বাইকার ক্যাম্পিং ফিয়েস্তা সিজন-২ অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে দিনব্যাপী রংপুর ডিভিশন বাইকার ক্যাম্পিং ফিয়েস্তা সিজন-২ অনুষ্ঠিত

প্রতি বছরের ন্যায় এবারেও রংপুর বিভাগের প্রায় ৫৬ টি বাইকার গ্রুপ নিয়ে সচেতনতা, ট্রাফিক রুলস,সেফটি গিয়াস পড়ে বাইকিং করা, ট্রাফিক সিগন্যাল ঠিকমতো মানাসহ বিভিন্ন নিয়ম কানুন বিষয়ে তাবু ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিন ব্যাপী দিনাজপুর জেলার  পার্বতীপুর উপজেলার সিংগীমারী শয়ার পুকুর মাঠে রংপুর বাইকার গ্রুপ আয়োজিত রংপুর ডিভিশন বাইকার ক্যাম্পিং ফিয়েস্তা সিজন-২ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর আওয়ামী যুবলীগের সভাপতি ও স্বনামধন্য শাহ হোটেলের সত্ত্বাধিকারী শাহ মোঃ আরাফাত হোসেন। বাইক রাইডারদের তাবুসহ এলাকা পরিদর্শন করেন প্রধান অতিথি শাহ মোঃ আরাফাত হোসেন।

একদিনের এই ক্যাম্পিংএ  রংপুর বিভাগের প্রায় ৫৬ টি বাইকার গ্রুপের দুইশত বাইকার নিয়ে একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়। ক্যাম্পিংএ জিকজ্যাক,স্লোরেস, কুইজ,রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

উপরে