এই ছাত্ররাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে-রিপু এমপি
সুবিল উচ্চ বিদ্যালয় ও সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা রাগেবুল আহসান রিপু এমপি।
বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সুবিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল-রাজি জুয়েল এর সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া সদর ৬ আসনের মাননীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এমপি। বরেণ্য অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃমকবুল হোসেন মুকুল, প্রধান অতিথি রাগেবুল আহসান রিপু এমপি বলেন এই শিক্ষার্থীরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা সংস্কৃতিক চর্চারও প্রয়োজন রয়েছে। এই ছাত্ররাই আগামী দিনে এই স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে কোন অনিয়মকে প্রশ্রয় দেয়না। তাই শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর ৬ আসনের মাননীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এমপির সহধর্মিণী জোবাইদা আহসান জবা, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান আরিফ ,,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আব্দুল হামিদ,উপজেলা শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান।
এ সময় উপস্থিত ছিলেন সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব নওশাদ-উর রহমান নিশাদ,প্রভাষক আব্দুল্লাহ আল শাফি সুজন, সমাজসেবিকা অনিকা তাবাসসুম অনন্যা,সুবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান রয়েল ও সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শরিফা খাতুন অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক স্বপন কুমার ঘোষ, রুবেল হোসেন, সকল অভিভাবক সদস্যবৃন্দসহ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী সকল শিক্ষক শিক্ষকা ও অতিথি বৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি