দুই ছেলেকে নিয়ে খেতে গিয়েছিলেন নাজিয়া, ফিরলেন লাশ হয়ে
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মা ও দুই শিশুসহ নোয়াখালীর ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মার্চ) বাদ জুমা মা ও তার দুই সন্তানের দাফন সম্পন্ন হয়েছে।
নিহতরা হলেন- নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর মাইজদী গ্রামের সায়েক আহমেদ আশিকের স্ত্রী নাজিয়া আক্তার (২৮) ও তার দুই ছেলে আরহান (৭) এবং আদিয়াত (৩)। অপরজন সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মঈশা গ্রামের আশিফ (৩০)।
জানা যায়, বড় ছেলে আরহানের পরীক্ষা শেষ হওয়ায় দুই ছেলেকে নিয়ে কাচ্চি ভাইতে খেতে যান নাজিয়া। সেসময় ওই ভবনে আগুন লাগে। একই সময়ে নাজিয়ার স্বামীরও সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি দেরিতে যাওয়ায় বেঁচে যান। অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুর শ্বাসনালী পুড়ে যাওয়ায় তারা মারা যান।
নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নোয়াখালীর একই পরিবারের তিনজন মারা গেছেন। তাদের মরদেহ বাড়িতে আনার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনলাইন ডেস্ক