শিবগঞ্জে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত
“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশনায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে নির্বাচন কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার শফিকুল রহমান আকন্দের সার্বিক পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, ওসি আব্দুর রউফ, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বেলাল, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, সোহেল আক্তার মিঠু। ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটাদের স্মার্ট কার্ড বিতরণ, নতুন ভোটাদের ছবি উত্তোলন ও ভোটার সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ