শিবগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত
“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উদযাপিত হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস।
দিবসটি উপলক্ষে শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালী শেষে বীর মুক্তিযোদ্ধা শহিদ হাফিজার মিলনায়তনে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: শিবগঞ্জ মডেল ইনচার্জ খলিলুর রহমান, পিরব জোন অফিস ইনচার্জ জহুরুল আমিন, সন্ধানী লাইফ ইন্সুরেন্স শিবগঞ্জ ইনচার্জ জহুরুল ইসলাম জুয়েল, বীমা কর্মী আব্দুল বাছেদ, দুলাল চন্দ্র অধিকারী। অনুষ্ঠান শেষে বীমা দিবস উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ