সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা
নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১ মার্চ) বিকাল সোয়া ৪ টার দিকে শহরের আতিয়ার কলোনীস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহবায়ক শরিফুল ইসলাম সাজু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ- সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রকাশনা ও প্রচার সম্পাদক রেজা মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক সায়মা পারভীন রুহী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান নিশান, পাঠাগার সম্পাদক শামীম সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনন্দ রায়, কার্যনির্বাহী সদস্য মালেকুজ্জামান সবুজ, মোস্তাফিজুুর রহমান মিলন, তৌহিদুল ইসলাম সুজন ও মাহমুদ হাসান, জ্যেষ্ঠ সদস্য রফিকুল বারী বাবলু, সদস্য আব্দুল মালেক, মোছা. শান্তা প্রমূখ।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী প্রতিযোগী অংশ গ্রহণ করে। প্রসঙ্গত, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার (৮ মার্চ) র্যালী, চিত্র ও চারুকর্ম প্রদর্শণী, সাংস্কৃতিকসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দিন সন্ধ্যা ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন প্রধান অতিথি জাতীয় সংসদের নীলফামারী-৪ আসনের সাংসদ আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: