সৈয়দপুরে জাতীয় ভোটার দিবস পালিত
শনিবার সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও জাতীয় ভোটার দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” জাতীয় ভোটার দিবসের এবারের ম্লোগান সামনে রেখে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার।
সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহা আলম, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলা পরিষদ সড়ক ও বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয় ভোটার দিবসের র্যালিতে সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল-মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা আবু ছাইদ, কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ,জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: