সৈয়দপুরে আল-ফারুক একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে আল-ফারুক একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল তিনটায় শহরের বাঁশবাড়ীস্থ প্রতিষ্ঠান চত্বরে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক।
আল-ফারুক একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মামুনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল ও সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমুখ।
শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
শিক্ষা প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৫০টি ইভেন্টে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আল-ফারুক একাডেমির শিক্ষার্থী সঙ্গীত পরিবেশন করে।
অনুষ্ঠানে সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আতিয়ার রহমান, পৌর কাউন্সিলর সৈয়দ মঞ্জুর আলম, অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বুসহ আমন্ত্রিত অতিথি, সুধীজন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: