সৈয়দপুরে সহকারী অধ্যাপক সাজেদুর রহমানের অবসরজনিত সংবর্ধনা
নীলফামারীর সৈয়দপুরে চাপড়া কাশিরাম আলিম মাদ্রাসা সহকারী অধ্যাপক ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. সাজেদুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার উপজেলার দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চাপড়া কাশিরাম এলাকায় অবস্থিত মাদ্রাসা মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপড়া কাশিরাম আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শামসুল হক।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মো. মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং আইসিটি বিষয়ের শিক্ষক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী অতিথি সহকারী অধ্যাপক ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. সাজেদুর রহমান, বিদায়ী অতিথি সিনিয়র মৌলভী (আরবি) শিক্ষক মাওলানা মো. মোসলেম উদ্দিন, হাজারীহাট মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা শেখ মো. একরামুল হক, প্রতিষ্ঠানটির ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল জব্বার, মৌলভী শিক্ষক মাওলানা মতলুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
একই অনুষ্ঠানে মাদ্রাসার সিনিয়র মৌলভী (আরবি) শিক্ষক মাওলানা মো. মোসলেম উদ্দিনকেও অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।শেষে বিদায়ী দুই অতিথির হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। মাদ্রাসার দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সকল সদস্য, আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সহকারী অধ্যাপক ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. সাজেদুর রহমান বিগত ১৯৮৭ সালে ২১ জুলাই চাপড়া কাশিরাম আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে যোগদান করেন। গতকাল ৪ মার্চ অবসর গ্রহন করেন তিনি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: