বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের নীলফামারী জেলা সভাপতি মনোনীত হলেন কাতেবুন্নেছা
নীলফামারীর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষিকা মোছা. কাতেবুন্নেছা পারভীন বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের নীলফামারী জেলা সভাপতি মনোনীত হয়েছেন।
বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ গত ৪ ফেব্রুয়ারী (সোমবার) তারিখে স্বাক্ষরিত এক পত্রে তাকে ওই মনোনয়ন দেয়া হয়।
পত্রে উল্লেখ করা হয়, কাতেবুন্নেছা পারভীন শিক্ষকতার অবসর সময়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতুলনীয় অবদান বিষয়ে মূল্যবান তথ্য সম্বলিত গ্রন্থসমূহ নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও পাঠাগারসমূহের অভ্যন্তরে অথবা পৃথক স্থানে বঙ্গবন্ধু কর্ণার/বঙ্গবন্ধু তথ্য কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়াও অপর এক পত্রে শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষিকা কাতেবুন্নেছা পারভীনকে বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের আজীবন সদস্য পদ প্রদান করা হয়েছে। তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে ও সুনামের সঙ্গে পালনের জন্য সকলের দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত, মোছা. কাতেবুন্নেছা পারভীন গত ১৯৯৯ সালের ২৫ নভেম্বর নীলফামারীর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। সেই থেকে তিনি প্রাচীনতম ওই নারী শিক্ষা প্রতিষ্ঠানটিতে দক্ষতা ও সুনামের সঙ্গে শিক্ষকতা পেশায় রয়েছেন। তিনি তিন কন্যা সন্তানের জননী। বর্তমানে তিনি নীলফামারী সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া কলিম মোড় এলাকায় নিজ বাসায় পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: