বগুড়ায় রেস্টুরেন্টগুলোতে জেলা প্রশাসনের আকস্মিক অভিযান, জরিমানা
বেইলি রোডের ট্রাজেডির পর বগুড়ায় রেস্টুরেন্টগুলোতে আকষ্মিক অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, জেলা পুলিশ, বিদ্যুৎ বিভাগ এবং পৌর কর্তৃপক্ষকে সাথে নিয়ে মঙ্গলবার দুপুর দুপুর ১২ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শহরের জলেশ্বরীতলা এলাকায় এই অভিযান চালানো হয়৷
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিমের নেতৃত্বে অভিযানে জলেশ্বরীতলা এলাকার হিলিয়াম, গ্র্যান্ড কাচ্চি, চাঁটগাইয়া মেজবান, বার-বি-কিউ,ক্যাফেটেরিয়া এবং পিজ এন্ড বার্গে অভিযান চালানো হয়। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স ও রেস্টুরেন্টের বহিগমন পথে প্রতিবন্ধকতা থাকায় পিজ এন্ড বার্গ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত৷ এছাড়াও সবরকম লাইসেন্স প্রস্তুতে ১৫ দিনের সময় বেধে দেয় প্রশাসন। বাকি চারটি রেস্টুরেন্টের সবরকম অনুমোদন ঠিক থাকায় তাদের সর্তক থাকার পরামর্শ দেওয়া হয়৷
পিজ এন্ড বার্গের স্বত্তাধিকারী নয়ন মাহামুদ ভ্রাম্যমাণ আদালতের কাছে জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করেন৷ তিনি বলেন, প্রতিষ্ঠান চালু করার সময় কি কি অনুমোদন লাগবে এই নিয়ে আমাদের কোন ধারণা দেওয়া হয়নি। প্রশাসন আমাদের আগে অবগত ও পরে ব্যবস্থা নিলে ভালো হতো৷ এছাড়াও ম্যাজিস্ট্রেটের সামনেই এই তরুণ উদ্যোক্তা ফায়ার সার্ভিসের লাইসেন্স নিতে গিয়ে নানা ভোগান্তির কথাও তুলে ধরেন। অভিযোগ করেন ঘুষ ছাড়া তাকে লাইসেন্স দিতে অস্বীকৃতি জানিয়েছিল কতিপয় ব্যক্তিবর্গ।
অভিযান প্রসঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম বলেন, জেলার সব রেস্তোরাঁ ও রেস্টুরেন্টে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ আইন অমান্য করে কারও পার পাওয়ার সুযোগ নেই। এখন যাদের জরিমানা করা হচ্ছে তারা ভুল সংশোধন না করলে আইনের আওতায় আনা হবে৷ মঙ্গলবারের অভিযানে রেস্টুরেন্টগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা থাকলে সেগুলোতে ব্যবহারের ক্ষেত্রে কর্তৃপক্ষ সচেতন কিনা এই বিষয়গুলো গুরুত্ব দেয়া হয়। অভিযানে এই সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, সরকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বগুড়ার সহকারী পরিচালক মঞ্জিল হকসহ বগুড়া পৌরসভা এবং নেসকোর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

ষ্টাফ রিপোর্টার