নন্দীগ্রামে নয়া প্রোকৌশলীর দায়িত্বভার গ্রহণ
বগুড়ার নন্দীগ্রামে নূরনবী খান নয়া উপজেলা প্রোকৌশলী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছে। এর আগে নূরনবী খান সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা প্রোকৌশলী হিসেবে দায়িত্বে পালন করেন।
অপরদিকে সাবেক প্রোকৌশলী শা-রীদ শাহনেওয়াজ রাজশাহী বিভাগ উন্নয়ন প্রকল্প এলজিইডি ঢাকা সদর দপ্তরে যোগদান করেছে। নবাগত প্রোকৌশলী নূরনবী খানকে (৪মার্চ) সোমবার বিকেলে বিদায়ী প্রোকৌশলী শা-রীদ শাহনেওয়াজ দায়িত্ব বুঝে দেন। নয়া প্রোকৌশলী নূরনবী খানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন অফিস সহকারীরা।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ-