সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান লায়ন রেয়াজুল আলম রাজু’র ইন্তেকাল
নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ এবং বর্তমান পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান, শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের খোরাক হোটেলের স্বত্ত্বাধিকারী ও লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) ও কো-অর্ডিনেটর উত্তরাঞ্চল লায়ন রেয়াজুল আলম রাজু এমজেএফ ইন্তেকাল (ইন্নালিল্লাহি . . . রাজিউন) করেছেন। তিনি গত সোমবার (৪ মার্চ) দিবাগত রাত দেড়টায় রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে সন্তান, চার ভাই ও এক বোনসহ অসংখ্য আত্মীয়- স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙক্ষী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত তাঁর মরদেহ নিজের হাতে গড়া প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান শহরের বিমানবন্দর সড়কের লায়ন্স স্কুল এন্ড কলেজে মাঠে রাখা হয়। সেখানে প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন সংগঠন ও শহরের সর্বস্তরের মানুষেরা তাঁর কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এর সেখানে বেলা তিনটায় তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে দল মত নির্বিশেষ শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
পরে বাদ আছর তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ইসবপুর শাহপাড়া গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ সিদ্দিকুর রহমান সিদ্দিক, দিনাজপুর-৪ আসনের সাবেক সাংসদ আলহাজ¦ মো. আখতারুজ্জামান মিয়া, সৈয়দপুর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজমল হোসেন, পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ ও সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, অধ্যক্ষ রেজাউল করিম রেজা, অধ্যক্ষ মো. মসিউর রহমান, অধ্যক্ষ হাবিবুর রহমান হাবির, অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ, প্রধান শিক্ষক আব্দুল জব্বার, সুপার মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সৈয়দপুর প্রেস ক্লাবে সভাপতি সাকির হোসেন বাদল, জনসমস্যা সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ্, সাংবাদিক মো. আমিরুজ্জামান, এম আর আলম ঝন্টু, কাজী জাহিদ, নজরুল ইসলাম, জসিম উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আরো শোক প্রকাশ করেছেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর বিচারপতি লায়ন ড. মো. বশিরউল্লাহ্, প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন মো. হানিফ এজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন এস কে রায় মনা, প্রাক্তন জেলা গভর্ণর লায়ন মোজাম্মেল হক লালু, পিডিজি লায়ন জালাল আহমেদ, রিজিয়ন চেয়ারপার্সনঞহেড কোয়ার্টার,প্রজেক্ট) লায়ন মহসীন ইমাম চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন রাকিব হোসেন প্রমুখ।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: