বগুড়ায় কথা সাহিত্যিক আব্দুল কাদের পাঠাগারে বই উৎসব
কথা সাহিত্যিক আব্দুল কাদের পাঠাগারের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের বই পাঠ এবং কবিদের নিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার এরুইল এলাকার কথা সাহিত্যিক আব্দুল কাদের পাঠাগারে এই আয়োজন করা হয়।
পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইশতিয়াক আহমেদ স্বপনের হাতে কবি ও গল্পকার আনিছ রহমান এর গল্পগ্রন্থ সরোবরে পানসি ভাসে, কবি সিকতা কাজল এর পানফুল, কবি শুভ্রসাহা তাদের লিখিত গ্রন্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক কলামিস্ট শাহানুর শাহিন ছড়াকার আমীর খসরু সেলিম, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সহ পাঠাগারের সদস্য তাকবির, মেহেদী আশরাফুলসহ অন্যান্য কবিবৃন্দ। এসময় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বই পাঠ করা হয়।

ষ্টাফ রিপোর্টার