নানা কর্মসূচির মধ্যদিয়ে সৈয়দপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
সারাদেশে মতো নীলফামারীর সৈয়দপুরেও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন করা হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চ এর ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ ও সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, বীরমুক্তিযোদ্ধা মো. সামসুল ইসলাম ও সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা প্রমুখ।
পরে সেখানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। শেষে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, ছড়া পাঠ বঙ্গবন্ধুর ভাষণ,কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজমল হোসেন ও নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। পরে একে একে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনীতিক,সামাজিক, সাস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: